
-সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
“মানবতার স্পর্শ ফাউন্ডেশন” নামে একটি সামাজিক সংগঠন আয়োজিত “সিরাতুন্নবী (স.) অলিম্পিয়াড-২০২৫” এ অংশগ্রহণ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে।
মেহেদী হাসানকে পুরস্কার প্রদান করেন মানবতার স্পর্শ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং শিক্ষা ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান “মাহিদ রহমান” এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অ্যাম্বাসেডর ফাহিমুল ইসলাম বখতিয়ার।
পুরস্কার প্রদানের সময় মাহিদ রহমান বলেন “মানবতার স্পর্শ ফাউন্ডেশন সর্বদাই চেষ্টা করে যেন তাদের কার্যক্রমের মাধ্যমে সমাজ দেশ এবং সর্বোপরি জাতির বিকাশে ভূমিকা রাখতে পারে । শিক্ষা ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আমরা সারা দেশব্যাপী বিভিন্ন অলিম্পিয়ার এবং গঠনমূলক প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম কে অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাল্লাহ । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনদের মানবতার এই মহৎ কাজে মানবতা স্পর্শ ফাউন্ডেশন এর পাশে থাকার অনুরোধ করছি “
ফাহিমুল ইসলাম বলেন”মানবতার স্পর্শ ফাউন্ডেশন সর্বদাই মানুষের জন্য কাজ করে থাকে এবং এর অংশ হতে পেরে আমি গর্বিত এবং আমি সকলকে আহ্বান জানাচ্ছি মানবতার এই মহৎ ব্রতে যেন সকলেই অংশগ্রহণ করে” ।