
প্রহরী নিউজ, ১৬ আগস্ট ২০২৫
গুম ও জবরদস্তি গায়েবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভয়েস অফ ইনফোর্সড ডিসাপিয়ার্ড পারসনস (VOED)–এর উদ্যোগে আজ সকাল ১১টায় ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত গুমের শিকার সারভাইভার ও তাদের পরিবারের সদস্যরা ন্যায়বিচার এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, “গুম একটি নৃশংস ও অমানবিক অপরাধ — যা সংবিধান ও মানবাধিকারের চরম লঙ্ঘন। রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি গুমের ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করা এবং সংশ্লিষ্ট দোষীদের বিচারের মুখোমুখি করা।”
তারা গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সকল নাগরিককে সংহতির আহ্বান জানান।
VOED প্রতিনিধিরা জানান যে, সাম্প্রতিক সময়ে আবারও “জঙ্গি নাটক” শুরু হওয়ায় সংগঠনের সদস্যরা নতুন করে আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন হেনস্তার ঘটনা ঘটছে।
VOED – এর পক্ষ থেকে জোরালোভাবে দাবি করা হয়েছে —
● সকল গুম সারভাইভারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
● গুম হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক চার্জসমূহ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
● আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সারভাইভারদের হয়রানি ও হুমকি-ধামকি বন্ধ করতে হবে।
● গুমের প্রতিটি ঘটনার স্বচ্ছ তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গুমের শিকার বহু সারভাইভার, যারা বছরের পর বছর ধরে বিচার ও নিরাপত্তার জন্য লড়াই করে যাচ্ছেন।
VOED স্পষ্টভাবে জানিয়েছে— গুমের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি ও বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।