
প্রহরী নিউজ ডেস্ক
এলজিবিটি অ্যাক্টিভিষ্ট কর্তৃক দুইজন শিক্ষককে প্রাণনাশের হুমকি, হুমকিদাতার পক্ষে বামপন্থীদের অবস্থান এবং এলজিবিটি নরমালাইজেশনের অপচেষ্টার প্রতিবাদে ১১শে আগস্ট, জাতীয় প্রেসক্লাবে ইন্তিফাদা বাংলাদেশ’ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি সাফওয়ান চৌধুরী বেবিল নামের একজন এলজিবিটি অ্যাক্টিভিস্ট সামাজিক মাধ্যমে লিখেছেন “Kill public figures, who are against your rights”। শুধু তাই নয়, তিনি দুইজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার এবং আসিফ মাহতাব উৎস এর মাথা দ্বিখণ্ডিত করে ফুটবল খেলার চিত্র প্রকাশ করেন। বক্তারা বলেন, এটি সরাসরি হত্যার ডাক, নির্দিষ্ট বাক্তিকে টার্গেট করা এবং ভীতি সৃষ্টির উদ্দেশ্যে ভয়াবহ ভিজ্যুয়াল ব্যবহারের মাধ্যমে প্রাণনাশের হুমকি।
ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দণ্ডবিধি ৫০৬, ৫০৫, ১০৭ ধারা এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী গুরুতর অপরাধ। অথচ আইনশৃঙ্খলা বাহিনী এখনও হুমকিদাতাকে গ্রেফতার করেনি কিংবা ভিক্টিমদের নিরাপত্তা নিশ্চিত করেনি।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র জোট ও গণসংহতি আন্দোলনের কিছু নেতা প্রকাশ্যে হুমকিদাতার সাফাই গেয়েছে। এমনকি ১৬২ জন কথিত নাগরিক বিবৃতি দিয়ে ভুক্তভোগী শিক্ষকদেরকেই ক্ষমা চাইতে বলেছে। সংগঠনটির মতে, এটি কাঠামোগত ইসলামবিদ্বেষ ও এলজিবিটি এজেন্ডা নরমালাইজেশনের অংশ।
ইন্তিফাদা বাংলাদেশ দাবি জানায়-
১. অবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতার ও আইনের আওতায় আনতে হবে।
২. হুমকিদাতার পক্ষ নেওয়া সংগঠন ও ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
৩. ভিক্টিম শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. এলজিবিটি নরমালাইজেশনের যেকোনো প্রচেষ্টা বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড. মোহাম্মদ সরোয়ার। ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখেন লেখক ও গবেষক আসিফ আদনান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমেদ রফিক।
বার্তা প্রেরক
ডা. মেহেদী হাসান
প্রেসিডিয়াম সদস্য, ইন্তিফাদা বাংলাদেশ।