
ঢাকা, মিরপুর (নিজস্ব প্রতিনিধি)
মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে শাহআলী থানা ছাত্রদল। শনিবার সকাল ৯টায় উদ্বোধন করেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব মোস্তফা জগলুল পাশা পাপেল।
ক্যাম্পে দেশবরেণ্য ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন। সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পান।
এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করেন শাহআলী থানা ছাত্রদলের সদস্য সচিব তানজিব আলামিন ও ৯৩ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী আওলাদ হোসেন। সার্বিক সহযোগিতা করেন শাহআলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ লেলিন, ৯৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ইলিয়াস, শাহআলী থানা যুবদলের সাবেক সভাপতি খলিল চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য হানিফ মিয়া, শাহআলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এস এম আওলাদ হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন—শাহআলী থানা ছাত্রদলের ১ নং সদস্য মোঃ নাসিম, সদস্য মারুফ মুরশেদ মোন্না, নেতা সুমন, হাবিব, জয়, রহিম, রিফাত, তামিম, সামিমসহ অন্যান্য ছাত্রদল নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রতন শেখ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ইউনিট বিএনপির সভাপতি শুক্কর আলী ফকির, যুবদল নেতা তুহিন, শ্রমিকদল ৯৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাকিব, শ্রমিকদল শাহআলী থানার সাবেক সাধারণ সম্পাদক মনির, ৮ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি আলমসহ দারুসসালাম-শাহআলী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।